বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ঢাকা

ফেনীতে ৬৪ কেজি গাঁজা উদ্ধার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৩, ০৯:৩৩ পিএম

শেয়ার করুন:

ফেনীতে ৬৪ কেজি গাঁজা উদ্ধার

ফেনীতে পৃথক অভিযানে ৬৪ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার দিবাগত রাতে দেশের ভারতের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করে ৪ বিজিবির সদস্যরা। তবে পাচার চক্রের কাউকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। 

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে দেশের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। এসময় মধুগ্রাম বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১৯৬/০৩-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৩টি বস্তায় ভরা ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 


বিজ্ঞাপন


একই সময়ে চম্পকনগর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার  ২১৯৮/২-এস এলাকা থেকে ২টি বস্তা থেকে ২৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। 

ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল একেএম আরিফুর রহমান জানান, সীমান্ত এলাকা থেকে গাঁজা উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। 

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর