বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ঢাকা

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের সার্ভার সচল হয়েছে

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৩, ০১:৫৯ পিএম

শেয়ার করুন:

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের সার্ভার সচল হয়েছে

দুদিন বিকল থাকার পর শনিবার সকাল থেকে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টের সার্ভার সচল হয়েছে। ফলে ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রী চলাচল কার্যক্রম স্বাভাবিক হয়েছে। ঝামেলা বিহীনভাবে যাতায়াত করতে পারায় খুশি যাত্রীরা। 

এর আগে বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুর ১২টার দিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের সার্ভারে এই সমস্যা দেখা দেয়। এতে বন্ধ হয়ে যায় দুদেশের মাঝে যাত্রী পারাপার কার্যক্রম। পরে ম্যানুয়ালি পাসপোর্ট এন্ট্রি কার্যক্রম শুরু হয়। শুক্রবারও একই অবস্থা ছিল। 


বিজ্ঞাপন


সোহাগ হোসেন নামে এক যাত্রী  বলেন, ‘নতুন পাসপোর্ট করার পর প্রথম ভিসা পেয়েছি। ভারতে বেড়াতে যাবো। শুক্রবার হিলি ইমিগ্রেশনের সার্ভার বিকল থাকার কারণে বাড়ি ফিরে গিয়েছি। আজ শুনলাম সার্ভার সচল হয়েছে। এজন্য আজকে ভারতে যাচ্ছি। সকালে এসে ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করলাম। খুব অল্প সময়ের মধ্যেই পাসপোর্ট এন্ট্রিসহ অন্যান্য কার্যক্রম সম্পূর্ণ হলো।’

ভারত থেকে দেশে ফেরা কল্পনা রানী বলেন, ‘ভারতে চিকিৎসা শেষে আজ সকালে দেশে ফিরেছি। ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্ট এন্ট্রি ও ছবি উঠানোসহ অন্যান্য কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যেই শেষ হয়েছে। শুনেছি গত দুদিন ধরে সার্ভারে সমস্যা হয়েছিল। তবে আজ কোনও সমস্যা নেই তাড়াতাড়ি সবকিছু হয়ে যাচ্ছে।’  

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আশরাফুল বলেন, ‘শনিবার সকাল থেকে সার্ভার সচল হওয়ায় হিলি ইমিগ্রেশনের কার্যক্রম স্বাভাবিক গতিতে শুরু হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে দুদেশের মাঝে যাতায়াত করা যাত্রীরা পাসপোর্ট এন্ট্রিসহ অন্যান্য কার্যক্রম সম্পূর্ণ করতে পারছে।’

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর