শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

কুমিল্লার বরুড়ায় আগ্নেয়াস্ত্রসহ ডাকাত গ্রেফতার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৩, ০১:০৪ পিএম

শেয়ার করুন:

কুমিল্লার বরুড়ায় আগ্নেয়াস্ত্রসহ ডাকাত গ্রেফতার

কুমিল্লার বরুড়া উপজেলা থেকে পুলিশ শুক্রবার রাতে আগ্নেয়াস্ত্রসহ ২১টি মামলার আসামি মনির হোসেনকে (৩৮) গ্রেফতার করেছে । ওই উপজেলার চিতড্ডা ইউনিয়নের ভঙ্গুয়া ব্রিজের পাশ থেকে  তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী পাইপ গান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক যুবকের নাম মো. মনির হোসেন হলেও স্থানীয় ভাবে মনির ডাকাত নামে পরিচিত। তিনি ঝলম ইউনিয়নের মোল্লাবাড়ির মৃত আব্দুল মমিনের ছেলে।


বিজ্ঞাপন


এ বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, সে দীর্ঘদিন ধরে বরুড়ার ঝলম ও চিতড্ডা ইউনিয়নসহ আশপাশের এলাকায় সন্ত্রাসী, ডাকাতি, দস্যুতা, ছিনতাইসহ মাদকদ্রব্য করছে। তার বিরুদ্ধে পূর্বের ২১টি মামলা রয়েছে এবং থানায় একাধিক গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর