বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

নিখোঁজের ১৬ ঘণ্টা পর বালু শ্রমিকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৩, ০১:৪৮ পিএম

শেয়ার করুন:

নিখোঁজের ১৬ ঘণ্টা পর বালু শ্রমিকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদীতে বালুবাহী নৌকা ডুবির ঘটনায় নিখোঁজের সাড়ে ১৬ ঘণ্টা পর আব্দুল হামিদ (১৭) নামে এক বালু শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মুমিন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

হামিদ উপজেলার চরতি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড খইন্নার বাড়ি এলাকার জাগির হোসেনের ছেলে।

সাতকানিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা এস এম হুমায়ুন কার্ণায়েন বলেন, বুধবার নদীতে জোয়ার থাকায় উদ্ধার কার্যক্রম শেষ করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে সাতকানিয়া ফায়ার সার্ভিসের আটজন ও চট্টগ্রাম আগ্রাবাদের পাঁচজনের ডুবুরি দল বালু শ্রমিককে উদ্ধারে সাঙ্গু নদীতে অভিযান শুরু করে। দেড় ঘণ্টা পর সকাল সাড়ে ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআই মুমিন হোসেন বলেন, লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর