ময়মনসিংহের মুক্তাগাছায় হেরোইনসহ দেলোওয়ার হোসেন রুবেল নামের (৩৫) এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৭ মার্চ) বিকেলে পৌর শহরের ত্রিমোহিনী নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
দেলোওয়ার হোসেন উপজেলার কুমারগাতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। তিনি ঘোষবাড়ি গ্রামের মৃত জয়নুদ্দিনের ছেলে।
ওসি আব্দুল মজিদ বলেন, দীর্ঘদিন ধরে মাদক কারবার করে আসছেন দেলোওয়ার হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকসহ ছয়টি মামলা রয়েছে। এর আগেও তিনি একাধিকবার গ্রেফতার হয়েছেন।
টিবি