নাশকতা মামলায় বিএনপি-জামায়েতর ৬ নেতা কর্মী গ্রেফতার

বাগেরহাটের মংলায় নাশকতা মামলায় মোংলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিকসহ জামায়াতের ছয় নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৬ মার্চ) সন্ধ্যার পরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
সোমবার (২৭ মার্চ) সকালে আদালতের মাধ্যমে তাদেরকে বাগেরহাট জেল হাজতে পাঠানো করা হবে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম রাত ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন— পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, বিএনপির কর্মী শফিকুল শেখ, জিয়ার শেখ ও উপজেলার জামায়াত নেতা মো. ওমর ফারুক, মো. লুৎফর আমিন এবং মো. মুজাহিদ শেখ।
এদিকে, গ্রেফতারের নিন্দা জানিয়ে এদিন রাতে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, হয়রানি ও মিথ্যা নাশকতার মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এভাবে গ্রেফতারে মোংলা উপজেলায় বিএনপি নেতা কর্মিদের মাঝে ভীতি সৃষ্টি করা হচ্ছে। অবিলম্বে এই মামলা প্রত্যাহারসহ তাদের মুক্তি দাবি করেন তিনি।
ওসি মনিরুল ইসলাম বলেন, মোংলা পৌর শহর ও উপজেলার মিঠাখালি এলাকা হতে অভিযান চালিয়ে এই ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। এতদিন তারা পলাতক ছিলেন। আজ (২৭ মার্চ) সকালে আদালতের মাধ্যমে তাদেরকে বাগেরহাট জেল হাজতে পাঠানো করা হবে।
টিবি