শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

স্বাধীনতার শহীদস্মৃতি উদ্যানে প্রথমবারের মতো শ্রদ্ধাঞ্জলি

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৩, ০২:২০ এএম

শেয়ার করুন:

স্বাধীনতার শহীদস্মৃতি উদ্যানে প্রথমবারের মতো শ্রদ্ধাঞ্জলি

স্বাধীনতার শহীদস্মৃতি উদ্যানে প্রথমবারের মতো শ্রদ্ধাঞ্জলি

প্রথমবারের মতো সিলেট ক্যাডেট কলেজ সংলগ্ন বধ্যভূমিতে নির্মিত ‘বাংলাদেশের স্বাধীনতার শহীদস্মৃতি উদ্যানে’ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে এসে শহীদদের সন্তানেরা মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। 


বিজ্ঞাপন


পাশাপাশি এই বধ্যভূমিতে যারা আত্মাহুতি দিয়েছেন তাদেরকে গেজেটভূক্তির মাধ্যমে স্বীকৃতি প্রদানেরও দাবি জানিয়েছেন তারা। 

শহীদ বাছির মিয়ার মেয়ে তাহমিনা খাতুন তান্নি বলেন, ‘৫২ বছর পর স্বাধীনতা দিবসে পিতার স্মৃতিস্তম্ভে ফুল দিতে পেরে আমাদের পরিবারের সদস্যরা আপ্লুত। আমরা স্বীকৃতি চাই। যারা শহীদ হয়েছেন গেজেটভূক্তির মাধ্যমে তাদেরকে স্বীকৃতি দেয়া হোক। মুক্তিযুদ্ধের পক্ষের সরকারের কাছে এটাই আমাদের চাওয়া।’ 

shohidএকই দাবি জানান, শহীদ সন্তান সোনারুন্নেছা।    

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে সকাল থেকে বিকেল পর্যন্ত নানা শ্রেণী ও পেশার মানুষ একাত্তরে মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার বেদীমূলে আত্মোৎসর্গকারী মুক্তিযোদ্ধাসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে সমবেত হন সিলেট ক্যাডেট কলেজ সংলগ্ন ‘বাংলাদেশের স্বাধীনতার শহীদস্মৃতি উদ্যানে।’
 
মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সন্তান, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অরাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন স্কুল, কলেজসহ সিলেটের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। 


বিজ্ঞাপন


এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর