শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

লক্ষ্মীপুরে স্বাধীনতা দিবসের কবিতা আবৃত্তিতে প্রথম রাফিয়া

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৩, ০৪:৫২ পিএম

শেয়ার করুন:

লক্ষ্মীপুরে স্বাধীনতা দিবসের কবিতা আবৃত্তিতে প্রথম রাফিয়া
পুস্কার গ্রহণ করছেন রুবেলা আক্তার রাফিয়া

স্বাধীনতা দিবস উপলক্ষে প্রত্যেক বছরই গ্রাম ও মহল্লায় আয়োজিত হয় বিভিন্ন অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে পাড়ায় পাড়ায় ফুটবল প্রতিযোগিতা। আর ছোট ছোট শিশুদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা। কোথাও আবার হয় আবৃত্তি প্রতিযোগিতা। 

সেই ধারাবাহিকতায় এবার লক্ষ্মীপুরের দক্ষিণ লাহারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ গ্রহণকারীদের তিনটি বিভাগে ৯জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। 


বিজ্ঞাপন


স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি কবিতা আবৃত্তি করে প্রথম স্থান উত্তীর্ণ হয়েছে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী রুবেলা আক্তার রাফিয়া।

রোববার (২৬’শে মার্চ) দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম আমিনুল ইসলাম বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মেইলের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি মো. রুবেল হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহীনা আক্তার, মনোয়ারা বেগম, ফজলে রাব্বি, বিবি ফাতেমা, কামরুন নাহার, সাইফুন নাহার ও লিমিয়া ফছি পিংকিসহ প্রমুখ।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর