বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

ছিন্নমূল মানুষের মাঝে আনসার সদস্যের গরুর মাংস বিতরণ 

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৩, ১২:২২ পিএম

শেয়ার করুন:

ছিন্নমূল মানুষের মাঝে আনসার সদস্যের গরুর মাংস বিতরণ 

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ছিন্নমূল ও দরিদ্র মুসলিম পরিবারের মাঝে গরুর গোশত বিতরণ করেছে নোয়াখালীতে কর্মরত মো. হাবিবুর রহমান হাবিব নামে এক আনসার সদস্য। 

শনিবার (২৫ মার্চ) দুপুরে জেলা শহর মাইজদীর বিভিন্ন স্থানে অসহায় মানুষের মাঝে এসব গরুর মাংস বিতরণ করা হয়। 


বিজ্ঞাপন


মো. হাবিবুর রহমান হাবিব বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত। ২০০৪ সাল থেকে তিনি এ বাহিনীতে কাজ করেন। ২০২১ সালে তিনি নোয়াখালীতে যোগদান করেন। এর আগে তিনি র‍্যাব ফোর্সেস সদর দফতরে প্রেষণে কর্মরত ছিলেন। তার বাড়ি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার ভোগলাবাজার ইউনিয়নের সোনাচরা গ্রামর।

রমজানে এ ব্যাতিক্রমী উদ্যোগের বিষয়ে জানতে চাইলে মো. হাবিবুর রহমান বলেন, বাংলাদেশের গরুর মাংসের যে দাম তা খেটে খাওয়া মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। এটা তাদের কাছে অনেকটা স্বপ্ন। তাদের কথা চিন্তা করে আমি এ উদ্যোগ হাতে নিয়েছি। সমাজের বিত্তবানরা যার যার সামর্থ অনুযায়ী এগিয়ে আসলে এ পবিত্র মাহে রমজানে সকল ছিন্নমূল অসহায় মানুষ ঠিকমতো সেহরি ও ইফতার করতে পারবে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর