রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ঢাকা

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ওষুধ ব্যবসায়ী নিহত, শিক্ষক আহত 

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৩, ১১:২৩ এএম

শেয়ার করুন:

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ওষুধ ব্যবসায়ী নিহত, শিক্ষক আহত 
ছবি : ঢাকা মেইল

বাগেরহাটের মোরেলগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুর রহিম খান (৪০) নামে এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় ওই মোটরসাইকেলের আরোহী বিপ্লব নামে স্কুলশিক্ষক আহত হয়। 

গতকাল শুক্রবার (২৪ মার্চ) রাত ৯টার দিকে মোরেলগঞ্জ-শরণখোলা আঞ্চলিক মহাসড়কের মাঝি বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


নিহত আব্দুর রহিম খান শরণখোলা উপজেলার খাদা গ্রামের মৃত তোঁতা মিয়া খানের ছেলে ছিল ও আহত বিপ্লব শরণখোলা উপজেলার মঠেরপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

শরণখোলা ওষুধ ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. শিমুল গাজী জানান, আব্দুর রাহিম মোরেলগঞ্জের জিলবুনিয়া পীর সাহেবের মুরিদ ছিল। ঘটনার আগে তিনি পীর সাহেবের দরবার শরীফে ইফতার শেষে তার বন্ধু স্কুলশিক্ষক বিপ্লবকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়িতে রওনা হয়। পথে মাঝি বাড়ি এলাকায় সড়কে বালু থাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আহত আবস্থায় রহিমকে উদ্ধার করে খুলনা নেয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। আহত বিপ্লবকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 
নিহত ওষুধ ব্যবসায়ী আব্দুর রহিম খানের ১৫ বছরের এক মেয়ে ও ২ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
 
ওসি মো. ইকরাম হোসেন বলেন, এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর