শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

নড়াইলে রমজানের প্রথম দিনে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৩, ১০:০০ পিএম

শেয়ার করুন:

নড়াইলে রমজানের প্রথম দিনে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

নড়াইলে রমজানের প্রথম দিনে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৭টি প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা পাচশত টাকা জরিমানা করা হয়েছে৷

শুক্রবার (২৪ মার্চ) দিন ব্যাপি নড়াইল শহরের রুপগঞ্জ ও লোহাগড়া উপজেলার লক্ষীপাশা বাসস্ট্যান্ড সংলগ্ন বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল।


বিজ্ঞাপন


নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণাব কুমার প্রামাণিক বিষয়টি নিশ্চিত করেছেন।

নড়াইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রমজান মাসের প্রথম দিনে জেলা শহরের রুপগঞ্জ বাজার এবং লোহাগড়া উপজেলার লক্ষীপাশা বাজারে মুদি, কাঁচা এবং মুরগীর দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাদে তাদের মোট দশ হাজার পাঁচ শত টাকা জরিমানা করা হয়। এসময় জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

নড়াইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক প্রণাব কুমার প্রামাণিক বলেন, বাজার নিয়ন্ত্রণে নিয়মিত আমাদের অভিযান চলছে। জনস্বার্থে পুরো রমজান মাস জুড়ে আমাদের কড়া নজরদারি থাকবে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর