শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

নদী থেকে প্রাণিসম্পদ কর্মকর্তার মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৩, ০৩:৫৩ পিএম

শেয়ার করুন:

নদী থেকে প্রাণিসম্পদ কর্মকর্তার মরদেহ উদ্ধার

বরিশালের বাকেরগঞ্জে নদী থেকে প্রাণিসম্পদ অধিদফতরের জেলা কার্যালয়ের হেডক্লার্ক শাখাওয়াত হোসেন ওরফে শুক্কুর খানের (৭৫) ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার বিষখালী নদীর নাইয়া পাড়া এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে বাকেরগঞ্জ থানা পুলিশ।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান। পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, বিকেলে বৃষ্টির পর শাখাওয়াত হোসেন ঘর থেকে বেরিয়ে মীরের হাট যায়। সেখান থেকে কীভাবে নদীতে পড়েছেন সেই বিষয়ে কেউ কিছু বলতে পারেনি। মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবুও মরদেহের ময়নাতদন্ত করা হবে।

মৃত শাখাওয়াত হোসেন বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের দাওয়কাঠি গ্রামের বাসিন্দা। তিনি প্রাণিসম্পদ অধিদফতরের বরিশাল জেলা কার্যালয়ের হেডক্লার্ক ছিলেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর