ভোলার বোরহানউদ্দিন উপজেলায় একটি পিকআপ ভ্যানে উচ্চস্বরে গান বাজিয়ে তাতে চড়ে শহরে ঘুরছিল ২২ এসএসসি পরীক্ষার্থী।
এসময় পুলিশ ওই পিকআপটি আটক করে সড়ক আইনে মামলা দিয়েছে। সেই সঙ্গে ২২ শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ সুপারের নির্দেশে ওই শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে তাদেরকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
বিজ্ঞাপন
শিক্ষার্থীদের আটক করা হয় মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে। ওইদিন রাতেই তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা বুধবার (২২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটিয়ে মঙ্গলবার বেলা দেড়টার দিকে উচ্চস্বরে গান বাজানোর অপরাধে ২২ এসএসসি পরীক্ষার্থীকে আটক করা হয়।
পরে পুলিশ সুপারের নির্দেশক্রমে ওই দিন রাতেই তাদের অভিভাবকদের থানায় ডেকে এনে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
ওই পরীক্ষার্থীর লালমোহন উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। আসছে ৩০ এপ্রিল তাদের বোর্ড পরীক্ষা হবে।
ওসি আরও বলেন, এ ব্যাপারে পিকআপ ভ্যানটির বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা দেওয়া হয়েছে।
সেই সঙ্গে জনসাধারণের অসুবিধা হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি বলেন, যারা জনসাধারণের বিরক্তি সৃষ্টি করে বা স্বাভাবিক জনজীবনে ব্যাঘাত ঘটে এমন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ভোলা জেলা পুলিশের সকল ইউনিটের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় বোরহানউদ্দিন থানা পুলিশ পিকআপটিকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।
প্রতিনিধি/এসএস