রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দেশে জাতীয় পার্টির শাসন দরকার: শামীম হায়দার পাটোয়ারী

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২২ মার্চ ২০২৩, ০৯:১২ এএম

শেয়ার করুন:

দেশে জাতীয় পার্টির শাসন দরকার: শামীম হায়দার পাটোয়ারী

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব (রংপুর বিভাগ) ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি বলেছেন, দেশে জাতীয় পার্টির শাসন দরকার। সুশাসন ফিরিয়ে আনতে জাতীয় পার্টির কোনো বিকল্প নাই। পল্লীবন্ধু এরশাদ একজন সুশাসক ছিলেন। তিনি দেশে সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন। ৬৪ জেলা ও থানাগুলোকে উপজেলায় রূপান্তরিত করেছিলেন এরশাদ।

মঙ্গলবার (২১ মার্চ) রাতে সুন্দরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে সুন্দরগঞ্জ পৌর জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


বিজ্ঞাপন


এমপি শামীম বলেন, এরশাদই রাষ্ট্রধর্ম ইসলাম ও শুক্রবার ছুটি ঘোষণা করেছিলেন। যা এখনো বিদ্যমান রয়েছে। তার সময়ে দেশের মানুষ সুখেই ছিল। জাতীয় পার্টি বর্তমানে আগের চেয়ে অনেক শক্তিশালী। 

সুন্দরগঞ্জ পৌর জাতীয় পার্টির আহ্বায়ক ও পৌর মেয়র আব্দুর রশীদ রেজা সরকার ডাবলুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সরোয়ার হোসেন শাহিন, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আনছার আলী সরদার, মাওলানা আবুল হোসাইন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, বেলকা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রেজাউল ইসলাম রানা, উপজেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি সরওয়ার হোসেন বাবু, যুবসংহতির সভাপতি সাইদুর রহমান, মহিলা পার্টির সভাপতি আক্তার বানু ইতি, ছাত্রসমাজের সভাপতি শাহ সুলতান সরকার সুজন, পৌর স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক খায়রুজ্জামান লিটন প্রমুখ।

এর আগে, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আব্দুর রশিদ সরকার।

পরে আব্দুর রশীদ রেজা সরকার ডাবলুকে সভাপতি, এসএম জোবাইদুর রহমান চাঁদ সাধারণ সম্পাদক ও সাইফুল ইসলাম লিটনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট সুন্দরগঞ্জ পৌর জাতীয় পার্টির কমিটি ঘোষণা করেন এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর