শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

নতুন প্রজন্মের কাছে আমাদের স্বাধীনতার গৌরবগাঁথা পৌঁছে দিতে হবে

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৬ মার্চ ২০২২, ০৯:৩৬ এএম

শেয়ার করুন:

নতুন প্রজন্মের কাছে আমাদের স্বাধীনতার গৌরবগাঁথা পৌঁছে দিতে হবে

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, নতুন প্রজন্মের কাছে আমাদের এই স্বাধীনতার গৌরবগাঁথা পৌঁছে দিতে হবে। একদিন তাদের হাত ধরে এই দেশ সোনার বাংলায় রূপান্তরিত হবে।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শনিবার (২৬ মার্চ) সকালে নওগাঁ শহরের মুক্তির মোড়ে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে প্রথমে ফুল দিয়ে পুস্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।


বিজ্ঞাপন


মন্ত্রী বলেন, ২৬ মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবদীপ্ত দিন। পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বের বুকে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করেন। আমরা পাই স্বাধীন দেশ, লাল সবুজ পতাকা।
  
এদিন একে একে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, পৌরসভা, নওগাঁ মেডিকেল কলেজ, জেলা প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
  
এছাড়াও জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নিরবতা পালন ও আলোচনাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।

এএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর