বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

আলোকিত নতুন প্রজন্ম তৈরির অঙ্গীকারে পাঠাগার উদ্বোধন

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৫ মার্চ ২০২২, ১১:০১ পিএম

শেয়ার করুন:

আলোকিত নতুন প্রজন্ম তৈরির অঙ্গীকারে পাঠাগার উদ্বোধন
ছবি : ঢাকা মেইল

‘বই পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন, আলোকিত সমাজ বিনির্মাণে অবদান রাখুন’ এই স্লোগানে আলোকিত নতুন প্রজন্ম তৈরির অঙ্গীকারে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য, মুক্তিযুদ্ধের ইতিহাস, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলামসহ বিভিন্ন লেখকের লেখা আড়াই হাজার বই নিয়ে রাজবাড়ী জেলার রামকান্তপুরে যাত্রা শুরু করলো রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগার।

শুক্রবার (২৫ মার্চ) বিকেল ৪টায় জেলা সদরের রামকান্তপুর ইউনিয়নে রাবেয়া-কাদের ফাউন্ডেশনের উদ্যেগে রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগার চত্বরে জমকালো আয়োজনে পাঠাগারের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জোবাইদা নাসরিন এ লাইব্রেরি উদ্বোধন করেন।


বিজ্ঞাপন


রাবেয়া-কাদের ফাউন্ডেশন ও রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, সাবেক জেলা শিক্ষা অফিসার দৈয়দ সিদ্দিকুর রহমান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা শাখার সাবেক কমান্ডার মো. 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর