শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

ময়মনসিংহে শুরু হয়েছে ৭ দিনব্যাপী বইমেলা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৫ মার্চ ২০২২, ১০:৫২ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহে শুরু হয়েছে ৭ দিনব্যাপী বইমেলা
ছবি : ঢাকা মেইল

‘পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে  রই’ এ স্লোগানকে সামনে রেখে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহ নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানের বৈশাখী মঞ্চে শুরু হয়েছে সাত দিনব্যাপী বইমেলার আয়োজন করা হয়েছে। ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) এ আয়োজন করে।  

শুক্রবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ভার্চুয়ালের যুক্ত হয়ে মেলার উদ্বোধন করেন স্বাধীনতা পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার।


বিজ্ঞাপন


তিনি নতুন প্রজন্মের পাঠাভ্যাস তৈরি করতে বুদ্ধিজীবী ও স্বচ্ছল ব্যক্তিদের লাইব্রেরি স্থাপন এবং বইমেলার আয়োজনে এগিয়ে আসার আহ্বান জানান।

মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন য়মনসিংহের বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, মসিকের ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আবুল বাশার, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন এবং পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আব্দুর রব মোশারফ।

স্বাগত বক্তব্য দেন মসিক সচিব রাজীব সরকার।

অনুষ্ঠান শেষে রাজীব সরকার রচিত রবীন্দ্রনাথ, সত্যজিৎ ও বিবিধ প্রসঙ্গ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।


বিজ্ঞাপন


মেলায় ৩৭টি স্টলে অংশ নিয়েছেন বাংলা একাডেমী, বিশ্বসাহিত্য কেন্দ্রসহ বেশ কিছু স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান৷ এখানে রয়েছে দেশ-বিদেশের বইয়ের সম্ভার। আগামী ৩১ মার্চ পর্যন্ত প্রতিদিন বেলা ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত পাঠকদের জন্য উন্মুক্ত থাকবে মেলা প্রাঙ্গণ।

এছাড়াও প্রতিদিন বিকেলে থাকছে আলোচনা অনুষ্ঠান, স্বরচিত কবিতাপাঠ, আবৃত্তি, কুইজসহ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ।

এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর