শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

মিরসরাই বিএনপি নেতাদের মুক্তির দাবীতে প্রতিবাদসভা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৩, ০৯:২৮ পিএম

শেয়ার করুন:

মিরসরাই বিএনপি নেতাদের মুক্তির দাবীতে প্রতিবাদসভা

মিরসরাই উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাদের মুক্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোরবার (১৯ মার্চ) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন।


বিজ্ঞাপন


উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন সেলিমের সভাপতিত্বে ও মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আলা উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আবছার চেয়ারম্যান, মো. জসীম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিন।

এছাড়াও কেন্দ্রীয় যুবদলের সদস্য আমিনুল ইসলাম তৌহিদ, মায়ানী ইউনিয়ন বিএনপির আহবায়ক নুর হোসেন, মিঠানালা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শাখাওয়াত হোসেন মানিক, মিরসরাই পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নুর মেহাম্মদ, কামরুল হাসান লিটন, সাহেরখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরী, হাইতকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক ফজলুল হক, করেরহাট ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজাউল করিম, কাটাছরা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুর উদ্দিন জাহেদ, খৈয়াছরা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম, বিএনপি নেতা বদরুদৌজা চৌধুরী, আবু জাফর মেম্বার, ইলিয়াস উদ্দিন মাসুদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসাইন, উপজেলা শ্রমিক দলের সভাপতি খানসাব মেম্বার, যুবদল নেতা নুর উদ্দিন, আনোয়ার, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, ছাত্রদল নেতা আশরাফ, রিয়াজ বক্তব্য রাখেন। 

গত ১৪ মার্চ মিরসরাই উপজেলা বিএনপির ১৩ জন নেতা কর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। চলতি বছরের জানুয়ারি মাসে চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায় পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনার এই মামলা হয়েছে। এতে ৪টি মামলায় ৯০ জনের নাম উল্লেখ করে ৫০০ থেকে ৬০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা কোতোয়ালি থানা পুলিশ। 

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর