‘চেতনায় বঙ্গবন্ধুকে ধারণ করে এগিয়ে যেতে হবে’

বাগেরহাট জেলা তাঁতী লীগের সভাপতি বাকী তালুকদার বলেছেন,বঙ্গবন্ধু জাতীকে স্বপ্ন দেখিয়ে ছিল আর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা একর পর এক স্বপ্ন বাস্তবায়ন করে চলেছে।
রোববার (১৯ মার্চ) বিকেলে শহরের শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামের সামনে জেলা তাঁতী লীগের কার্য্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এর আগে শহরের শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামের সামনে জেলা তাঁতী লীগের কার্য্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠানে যোগদেন নেতাকর্মীরা।
এ সময় তিনি আরো বলেন, স্বপ্ন এখন স্মার্ট বাংলাদেশে গড়ার। তাই বঙ্গবন্ধুর স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চেতনায় বঙ্গবন্ধুকে ধারণ করে এগিয়ে যেতে হবে।
২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা অনুষ্ঠান পরবর্তী আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক ফকির ইফতেখারুল ইসলাম রানা, সদর থানা তাঁতী লীগের সভাপতি জাহিদুর রহমান, সাধারণ সম্পাদক লিটু দাস, পৌর তাঁতীলীগের সভাপতি খান জাহাঙ্গীর হোসেন মিঠু, সাধারণ সম্পাদক আরাফাত মীরসহ প্রমুখ।
প্রতিনিধি/একেবি