তিন ক্যাটাগরিতেই চ্যাম্পিয়ন জয়পুরহাট সরকারি কলেজ মেয়ে দল
জেলা প্রতিনিধি
জয়পুরহাট

জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর জাতীয় পর্যায়ে ফুটবল, হান্ডবল ও দ্বৈত ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হয়েছে জয়পুরহাট জয়পুরহাট সরকারি কলেজ মেয়ে দল।
রোববার (১৯ মার্চ) বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপির) মাঠে ফাইনাল খেলাগুলো অনুষ্ঠিত হয়।
মাহবুব মোরশেদুল আলম লেবুর নেতৃত্বে রংপুর বিভাগের বেগম রোকেয়া কলেজকে ৭-০ গোলে হারিয়ে ফুটবলে, চট্টগ্রাম ক্যান্টমেন্ট স্কুল অ্যান্ড কলেজকে ৮-০ গোলে হান্ডবলে ও বান্ডমেন্ট দ্বৈত ১৫-১৭ পয়েন্টে ঝিনাইদহ কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
জাতীয় পর্যায়ে ফুটবলে ৪টি, হান্ডবলে ৭টি ও বান্ডমেন্ট দ্বৈত এ ৪টি মেয়ে দল অংশ নেন।
প্রতিনিধি/এসএস