শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

গাইবান্ধায় ঐতিহ্যবাহী বান্নি মেলা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৩, ০৮:৫২ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় ঐতিহ্যবাহী বান্নি মেলা

গাইবান্ধার একাধিক স্থানে ঘাঘট নদের তীরে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী বান্নি মেলা। দিনব্যাপী এই মেলাকে ঘিরে নানা উৎসবের আমেজ দেখা গেছে।

রোববার (১৯ মার্চ) গাইবান্ধা সদর ও সাদুল্লাপুর ঘাঘট নদীর পাড়ে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গাদেবীর পূজার আয়োজন করা হয়। এছাড়া গোবিন্দগঞ্জের দরবস্ত ইউনিয়নেও বারুনি মেলা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


দিন্যবাপী মেলা মাটির খেলনা, চারুকারু পণ্য, প্লাস্টিকের সামগ্রী, গ্রামীণ মেলা সম্পর্কিত খাদ্য সামগ্রী বিক্রির জন্য দোকান বসে। বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক মানুষ এই মেলা উপভোগ করতে এবং পণ্য সামগ্রী কেনার জন্য মেলায় ভিড় করেন।

মেলার আয়োজকদের মধ্যে বিনয় চন্দ্র নামের এ দর্শর্নাথী বলেন, প্রতিবছর ফাল্গুন মাসের শেষে এবং চৈত্র মাসের প্রথমে কৃষ্ণ পক্ষের তিথি অনুসারে নির্দিষ্ট দিনে এই বান্নির মেলা অনুষ্ঠিত হয়।

গাইবান্ধা পুলিশ সুপার মো. কামালা হোসেন বলেন, জেলার কয়েকটি বান্নি মেলা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষে পুলিশ সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছে। এতে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর