বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ঢাকা

মশাল মিছিল ও মোমবাতি জ্বালিয়ে পাবনায় ভয়াল সেই রাত স্মরণ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৫ মার্চ ২০২২, ০৯:৫৩ পিএম

শেয়ার করুন:

মশাল মিছিল ও মোমবাতি জ্বালিয়ে পাবনায় ভয়াল সেই রাত স্মরণ
ছবি : ঢাকা মেইল

পাবনায় ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে স্মরণে মোমবাতি প্রজ্বলন ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) রাত ৮টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিলটি শুরু হয়। শহরের আব্দুল হামিদ সড়ক প্রদক্ষিণ করে আবার আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এতে নেতৃত্ব দেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য মাজহারুল ইসলাম মানিক। আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীসহ অঙ্গ সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।

মিছিল শেষে মাজহারুল ইসলাম মানিক বলেন, বাঙালি জাতিকে শেষ করে দিতে নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে পাক বাহিনী। ২৫ মার্চ রাতে মানুষ যখন ঘুমাতে যাবে, ঠিক তখন ‘অপারেশন সার্চলাইট’ নামের সেই অভিযানের নামে চালানো হয় গণহত্যা। সেই রাতে হানাদার বাহিনী যে হত্যাযজ্ঞ শুরু করেছিল সেটা ছিল পূর্বপরিকল্পিত।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা আনিসুজ্জামান দোলন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ভিপি আব্দুল আজিজ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম-সম্পাদক সাইদুজ্জামান সৌরভ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সেজান রেজা কাজল, সাংগঠনিক সম্পাদক রিসান প্রমুখ।


বিজ্ঞাপন


এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর