শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

নোয়াখালীতে মশাল জ্বেলে আলোর মিছিলে কালরাত স্মরণ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৫ মার্চ ২০২২, ০৯:৩৮ পিএম

শেয়ার করুন:

নোয়াখালীতে মশাল জ্বেলে আলোর মিছিলে কালরাত স্মরণ
ছবি : ঢাকা মেইল

নোয়াখালীতে মশাল জ্বেলে আলোর মিছিলে ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে নিহত শহীদদের স্মরণ করেছে ঘাতক দালাল নির্মুল কমিটি। 

শুক্রবার ( ২৫ মার্চ ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকের সামনে থেকে এ আলোর মিছিল বের করা হয়। 


বিজ্ঞাপন


মিছিলটি জেলা শহর মাইজদীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে নোয়াখালী জেলা আ.লীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে মুক্তিযোদ্ধা, নাগরিক, রাজনীতিবিদ, সাংবাদিক ও তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন।

এর আগে শহীদ স্মৃতিফলকে আলোচনা সভার আয়োজন করে কমিটি।

ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা আহবায়ক অ্যাডভোকেট কাজী মানছুরুল হক খসরুর সভাপতিত্বে ও সদস্য সচিব শাহাব উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা আ.লীগের আহবায়ক অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, যুগ্ম আহবায়ক শিহাব উদ্দিন শাহীন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, সুজন জেলা সভাপতি অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রাসুল মামুন প্রমুখ। 

বক্তারা মুক্তিযুদ্ধকালীন নানা স্মৃতি তুলে ধরেন এবং ২৫ মার্চ কেন গণহত্যা দিবস বা কেন এ রাতকে কালরাত বলা হয় তার তাৎপর্যও তুলে ধরেন। একই সঙ্গে আগামী দিনে স্বাধীনতা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহবান জানান। 


বিজ্ঞাপন


এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর