শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরা হলো না ব্যাংকার রাশেদের

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৩, ০৩:১৬ পিএম

শেয়ার করুন:

ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরা হলো না ব্যাংকার রাশেদের

মাদারীপুরের শিবচরের এক্সপ্রেসওয়েতে ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় রাশেদ আলী (৩৮) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

রোববার (১৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসে থাকা রাশেদ আলীসহ এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।


বিজ্ঞাপন


নিহত রাশেদ আলী ঢাকার মতিঝিল শাখার ডাচ বাংলা ব্যাংকের সিনিয়র অফিসার এবং দৈনিক কালের কণ্ঠের বশেমুবিপ্রবি প্রতিনিধি শামস জেবিনের দুলাভাই। তিনি সাতক্ষীরার দেবহাটা থানার সখিপুর এলাকার বাসিন্দা। তার পরিবারে স্ত্রী সাহানাজ ইয়াসমীন সাথী ও সারা (৮) এবং সাফা (৫) নামের দুই কন্যা সন্তান রয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাশেদ আলী ছুটি কাটিয়ে খুলনার সোনাডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তাকে বহন করা ইমাদ পরিবহনের বাসটি মাদারীপুরে শিবচর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় কবলে পড়ে। এতে ঘটনাস্থলে ১৪ জন মারা যান এবং পরবর্তী সময়ে চিকিৎসাধীন অবস্থায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুইজন মারা যান।

নিহতের শ্যালক শামস জেবিন বলেন, দুলাভাই ছুটিতে বাসায় এসেছিলেন। আজ নিজ কর্মস্থলে ফেরার পথে বাস দুর্ঘটনায় মারা যান। আমার আপার ছোট ছোট দুটি কন্যা সন্তান রয়েছে। আমরা চাই সড়ক নিরাপদ হোক। আমার মতো কেউ এভাবে আর স্বজন না হারাক।

প্রতিনিধি/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর