বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

বাসের সামনের যাত্রীরাই বেশি মারা গেছেন: ফায়ার সার্ভিস

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৩, ১১:৪৭ এএম

শেয়ার করুন:

বাসের সামনের যাত্রীরাই বেশি মারা গেছেন: ফায়ার সার্ভিস
ছবি: ঢাকা মেইল

দুর্ঘটনাকবলিত গাড়িটি ৫৪ আসন বিশিষ্ট। বাসটির প্রতিটি আসন এবং সামনের ইঞ্জিনের কাভারেও যাত্রী ছিল। এর মধ্যে যারা সামনের দিকে বসেছিল তাদের মৃত্যুই বেশি ঘটেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ফরিদপুর জোনের উপসহকারী-পরিচালক শিপলু আহম্মেদ।

তিনি বলেন, গাড়িতে কমপক্ষে ৬০ জন যাত্রী ছিল। গাড়িতে থাকা সকলেই আহত হয়েছে। আমরা খবর পাওয়ার পরে ঘটনাস্থলে এসে ১৪ জনকে মৃত হিসেবে শনাক্ত করি। তাদের উদ্ধারের পরে পুলিশের কাছে হস্তান্তর করি। হাসপাতালে নেওয়ার পরে আরো ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানতে পারি। এখানে ফায়ারসার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে। আমাদের উদ্ধার কাজ এখনো চলমান হয়েছে।


বিজ্ঞাপন


madaripur

উল্লেখ্য, রোববার (১৯ মার্চ) সকাল ৮টারদিকে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মাসেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এসময় দুমড়েমুচড়ে যায় বাসটি। এ ঘটনায় এখন পর্যন্ত নারীসহ ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে আরো ৩০ জন। এদিকে দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নেয়ার চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর