বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ঢাকা

বিয়ের আসর থেকে পালালেন বর!

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৩, ১০:৩৪ এএম

শেয়ার করুন:

বিয়ের আসর থেকে পালালেন বর!
ছবি: ঢাকা মেইল

নাটোরের বড়াইগ্রামে উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মারিয়াম খাতুনের আসার খবর শুনে বিয়ের আসর থেকে পালালেন বর।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়েল আয়োজন করায় কনের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।


বিজ্ঞাপন


শনিবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কুমরুল গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মারিয়াম খাতুন এই জরিমানা করেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন বলেন, শনিবার বিকেলে উপজেলার কুমরুল গ্রামে ১২ বছরের এক কিশোরীর বাল্যবিয়ের আয়োজন চলছিল। এসময় স্থানীয়রা বাল্যবিয়ের খবর উপজেলা প্রশাসনকে জানান।

nator

খবর পেয়ে উপজেলা প্রশাসন কুমরুল গ্রামে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইইএনও) আসার খবরে বর পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্য বিয়ের আয়োজন করায় কনের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না এ মর্মে মুচলেকা দিয়েছে কনের বাবা।


বিজ্ঞাপন


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মারিয়াম খাতুন বলেন, কনের বাবাকে বাল্য বিয়ের কুফল সম্পর্কে বুঝানো হয়েছে। তিনি ১৮ বছর না হওয়ার পর্যন্ত বিয়ে দিবে না বলে এ মর্মে অঙ্গীকার করেছেন।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর