সাঁতার জানলেও পুকুরে নামার পর মিলল লাশ

নারায়ণগঞ্জের বন্দরে নবীগঞ্জ এলাকায় পুকুরে গোসল করতে নেমে বাবু মিয়া (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন। শনিবার (১৮ মার্চ) দুপুরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার পর সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বাবু একই এলাকার নূর মোহাম্মদের ছেলে। পুকুরে ডুবে মারা গেলেও তিনি সাঁতার জানতেন বলে নিশ্চিত করেছেন তাঁর পরিবার।
ধারণা করা হচ্ছে, গোসলের সময় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তিনি।
নিহতের পরিবার জানায়, নবীগঞ্জ বাগের জান্নাত কবরস্থানের পূর্ব পাশে পুকুরে গোসল করতে যায় বাবু। গোসল করার মাঝেই পুকুরে ডুবে নিখোঁজ হয় সে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে বন্দর ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে বাবুলের লাশ উদ্ধার করে।
এই বিষয়ে বন্দর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলমগীর বলেন, আমরা ঘটনাস্থলে এসে সুরতহাল রিপোর্ট নিয়েছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। ধারণা করা হচ্ছে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন।
প্রতিনিধি/এইচই