শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

ঘর ঝাড়ু দিয়ে ভাত রান্না করা হলো না ইয়াসমিনের

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩, ০৮:৩৬ পিএম

শেয়ার করুন:

ঘর ঝাড়ু দিয়ে ভাত রান্না করা হলো না ইয়াসমিনের

ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়াসমিন (৪৩) বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি চার সন্তানের জননী ছিলেন।

শনিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের উত্তর দিঘলদী গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ভোলা সদর হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য মো. মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

ইয়াসমিন ওই গ্রামের মো. বাবুলের স্ত্রী। পরিবারের আবেদনে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইয়াসমিনের স্বামী বাবুল জানান, সকাল সাড়ে ৯টার দিকে ঘর ঝাড়ু দিচ্ছিলেন তিনি। ঘর ঝাড়ু দেওয়া শেষে ভাত রান্না করার কথা ছিল ইয়াসমিনের। কিন্তু এর আগেই ঘরে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে অজ্ঞান হয়ে পড়েন ইয়াসমিন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর