শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

ভোলায় বাল্কহেড ডুবে বাবুর্চির মৃত্যু

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩, ০৭:৪৮ পিএম

শেয়ার করুন:

ভোলায় বাল্কহেড ডুবে বাবুর্চির মৃত্যু

ভোলার মেঘনা নদীতে বালু ভর্তি বাল্কহেড ডুবে হাফেজ (১৮) নামে এক বাবুর্চির মৃত্যু হয়েছে। বিকেল সাড়ে ৪টার দিকে ডুবুরি দল তাঁর মরদেহ উদ্ধার করে।

শনিবার (১৮ মার্চ) সকাল ১০টার দিকে জেলার সদর উপজেলা মেঘনা নদীর গাজীপুর চর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ইলিশা নৌ-থানার পুলিশ পরিদর্শক মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত হাফেজ নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বাসিন্দা।

পরিদর্শক আকতারুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে মেঘনা নদীর গাজীপুর চর সংলগ্ন এলাকায় একটি বাল্কহেডে বালু উত্তোলন করা হয়। এ সময় বাল্কহেডটির তলা ফেটে কয়েক মিনিটের মধ্যে সেটি পানিতে ডুবে যায়। বাল্কহেডটিতে চার জন কর্মচারী ছিল। তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও হাফেজ বাল্কহেডটির নিচে রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকা সে বাহিরে বের হতে পারেনি।

খবর পেয়ে কোষ্টগার্ড, নৌ-পুলিশ ও ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে হাফেজের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর