বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

ঠাকুরগাঁওয়ে জমি সংক্রান্ত সালিশ বৈঠকে মারপিটে বৃদ্ধর মৃত্যু

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৭ মার্চ ২০২৩, ১২:৩৫ এএম

শেয়ার করুন:

loading/img

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গেদুড়া কিসমত (আটঘরিয়া) গ্রামে বসতবাড়ির জমি সংক্রান্ত বিষয়ে সালিশ বৈঠকে কথা কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কি ও মারপিটে হামিদুর রহমান (৬২) নামে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার গেদুড়া কিসমত (আটঘরিয়া) গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত হামিদুর রহমান দক্ষিণ মলানী গেদুড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গেদুড়া কিসমত (আটঘরিয়া) মৌজার জেএল নং ০১ এর ৩২৫ খতিয়ানের ৯৫১৮ দাগের ৩১ শতক জমির মধ্যে ২০ স্থানীয় মো. ইয়াশিন আলী সরকার ওরফে আজিজুর দলিলমূলে প্রাপ্ত হয়ে কাঁচা ঘর করে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। সেই কাঁচা ঘর ভেঙে পাকা ঘর করতে গেলে বাধা দেন একই গ্রামের মৃত হুকমদ্দিনের ছেলে হামিদুর রহমান ও আবুল কাসেম। 

পরে এই বিষয়ে স্থানীয়দের নিয়ে সালিশ বৈঠক বসে। বৈঠক চলাকালে কথা কাটাকাটির এক পর্যায়ে হামিদুর রহমান ও আবুল কাসেমের মদদে একই গ্রামের তসলিমের ছেলে মো. হাসিম উদ্দিন ওরফে দুন (৪২) ও মৃত গফরতদিনের ছেলে মুঞ্জুর আলম (৪০) সহ ৮-৯ জন মিলে ইয়াশিন আলীকে ও তার বোন জামাই হামিদুর রহমানকে ধাক্কাধাক্কি ও মারপিট করে। মারপিটের এক পর্যায়ে আঘাত প্রাপ্ত হয়ে হামিদুর রহমান মাটির গর্তে পড়ে গিয়ে মারা যান বলে জানান, নিহতের স্বজন ইয়াশিন আলী।

নিহতের স্বজন ইয়াশিন আলী ঢাকা মেইলকে বলেন, এবিষয়ে বৃহস্পতিবার রাতে হরিপুর থানায় ৭ জনের নামসহ অজ্ঞাত আর ৮-৯ জনের নামে একটি এজাহার করেন নিহতের ছেলে। 


বিজ্ঞাপন


এবিষয়ে জানতে অভিযুক্ত হাসিম উদ্দিন ওরফে দুন ও গেদুরা ইউনিয়নের ৩নং ওয়ার্ড সসদ্য মুঞ্জুর আলমের মোবাইল নম্বরের একাধিকবার কল করলেও তাদের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, ‘ বসত বাড়ির জমি নিয়ে তাদের মাঝে দীর্ঘদিন ঘরে ঝামেলা চলছে। বৃহস্পতিবার দুপুরে জমি সংক্রান্ত বিষয়ে স্থানীয়দের নিয়ে একটি বৈঠক চলাকালে মারামারি শুরু হয়। এতে  হামিদুর রহমান (৬২) নামে এক ব্যাক্তি মারা যান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশের সুরতহাল রিপোর্ট করে মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে থানায় মামলা দায়ের প্রক্রিয়াধিন আছে।,

জানতে চাইলে ওসি বলেন, 'লাশের গায়ে কোন ক্ষতের চিহ্ন বা জক্ষমের দাগ এবং রক্ত পাওয়া যায়নি।

প্রতিনিধি/এমএএম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন