বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

ফরিদপুরের ১১ ইউপিতে ভোটগ্রহণ চলছে

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩, ০৯:০৬ এএম

শেয়ার করুন:

ফরিদপুরের ১১ ইউপিতে ভোটগ্রহণ চলছে
ছবি: ঢাকা মেইল

উৎসব মুখর পরিবেশে ফরিদপুর সদর উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।


বিজ্ঞাপন


জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এবারই প্রথম সব কয়টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হচ্ছে। জেলার সদর উপজেলার মাচ্চর, ইশানগোপালপুর, কৃষ্ণনগর, কানাইপুর, কৈজুরী, গেরদা, বাখুন্ডা, আলিয়াবাদ, নর্থচ্যানেল, ডিক্রিরচর, চরমাধবদিয়া ইউনিয়নে ভোট চলছে।

হাবিবুর রহমান আরও জানান, ফরিদপুর সদর উপজেলার ১১ ইউনিয়নে মোট ভোটার রয়েছে ২ লাখ ৩৩ হাজার ২৯ জন। উপজেলার ১০৩ ভোট কেন্দ্রের ৬৬৫ ভোট কক্ষে ভোটাররা তাদের ভোট প্রদান করবেন। ভোটগ্রহণে আমাদের ১০৩ প্রিজাইডিং অফিসার এবং ৬৬৫ সহকারী প্রিজাইডিং অফিসার থাকবেন।  

নির্বাচনে চেয়ারম্যান পদে ১১ ইউনিয়নে ৬৯ জন চেয়ারম্যান প্রার্থী, ১১৩ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ৩৫৮ জন সাধারণ সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর