সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সুনামগঞ্জে কৃষক লীগের উদ্যোগে ‘কৃষক হত্যা দিবস’ পালিত

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৩, ০৭:৫৮ পিএম

শেয়ার করুন:

সুনামগঞ্জে কৃষক লীগের উদ্যোগে ‘কৃষক হত্যা দিবস’ পালিত

‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানে সুনামগঞ্জ জেলা কৃষক লীগের উদ্যোগে ‘কৃষক হত্যা দিবস’ পালিত হয়েছে।

বুধবার (১৫ মার্চ) বিকেলে দিবসটি পালন উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


জেলা কৃষক লীগের আহ্বায়ক আবদুল কাদির শান্তি মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব বিন্দু তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক জুনেদ আহমদ, শাহ আলম শেরুল, গৌতম বণিক, জেলা কৃষক লীগের সদস্য তাজুল ইসলাম, জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক  রফিক আহমদ চৌধুরী, সদর উপজেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুহিবুর রহমান মুহিব,  সদস্য সচিব মেহেদী হাসান লিটন, সদস্য শাহ আলম দিলোয়ার , পৌর কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, সদস্য মাসুক মিয়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বিএনপি সরকারের আমলে সারের দাবিতে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন ১৮ জন নিরীহ কৃষক। কিন্তু এখন কৃষকদের সারের জন্য আর আন্দোলন করতে হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন কৃষি ও কৃষকবান্ধব লাখ লাখ কৃষককে বিনামূল্যে সার-বীজ ও কৃষি উপকরণ দেয়া হচ্ছে। কৃষিখাতে সরকার প্রতি বছর কোটি কোটি টাকা ভর্তুকি দিচ্ছে।

প্রসঙ্গত, বিএনপি সরকারের আমলে ১৯৯৫ সালে মার্চ সার, তেল, কীটনাশক ও কৃষিপণ্যের দাবিতে আন্দোলন করা ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল। পরবর্তী সময়ে আওয়ামী লীগ ১৫ মার্চকে ‘কৃষক হত্যা দিবস’ হিসেবে ঘোষণা করে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর