কিশোরগঞ্জের করিমগঞ্জে ভুট্টা ক্ষেত থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার নোয়াবাদ ইউনিয়নের সিন্ড্রিপ গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে ওই নারীর লাশ উদ্ধার করে করিমগঞ্জ থানা পুলিশ।
বিজ্ঞাপন
ওই নারীর নাম হালিমা খাতুন (৬০)। তিনি সিন্দ্রিপ গ্রামের আফতাব উদ্দিনের স্ত্রী।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম সিদ্দিকী নারীর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকালে বাড়ির পাশে একটি ভুট্টা খেতে হালিমা খাতুন নামে এক নারীর মৃতদেহ উপুড় হয়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়রা ধারণা করছেন এটি একটি হত্যাকাণ্ড। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরিবারের সঙ্গে বাড়ির জমি নিয়ে প্রতিবেশি কয়েকজনের দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। এর জেরে হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান, করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শামসুল আলম সিদ্দিকী।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস