নরসিংদীর রায়পুরায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে রায়পুরা উপজেলার আমীরগঞ্জে এ ঘটনা ঘটে।
ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন রায়পুরা থানার ডিউটি অফিসার পিংকি আক্তার। তিনি জানান, দুর্ঘটনায় চারজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয়রা জানান, রায়পুরা থেকে ৫ জন যাত্রী নিয়ে নরসিংদী শহরের দিকে যাচ্ছিল সিএনজিচালিত অটোরিকশাটি। পথে আমীরগঞ্জের করিমগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক নরসিংদী থেকে রায়পুরাগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ৪ যাত্রী নিহত হয়। এসময় আহত এক নারী যাত্রীকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে আমীরগঞ্জ ফাঁড়ি পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ ও লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ঘটনাস্থল থেকে এসআই ফরিদ উদ্দিন ঢাকা মেইলকে জানান, সকাল সাড়ে ৭টার দিকে একটি পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। চারজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন একজন। নিহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন।
তিনি জানান, দুর্ঘটনার পর থেকে এখানে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছে। অনেক মানুষ ভিড় করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের বেশ কয়েকজন সদস্য কাজ করছে।
এইউ

