নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ ধরা জেলেদের বিরুদ্ধে অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন মৎস বিভাগের কর্মকর্তা ও নৌপুলিশের অন্তত ১৬ সদস্য। শুক্রবার (১০ মার্চ) বরিশালের হিজলায় মেঘনা নদীতে অভিযান পরিচালনা করতে গেলে এই ঘটনা ঘটে।
হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম পারভেজ জানান, সন্ধ্যায় নৌপুলিশের সদস্যদের সহায়তায় মেঘনা নদীতে অভিযানে নামেন তারা। সন্ধ্যা ৬টার দিকে ধূলখোলা এলাকার মেঘনা নদীতে পৌঁছালে ৫০ থেকে ৬০ জন জেলে একত্রিত হয়ে ইঞ্জিনচালিত নৌকায় করে এসে তাদের ওপর হামলা করেন। এসময় আত্মরক্ষার্থে নৌপুলিশ সদস্যরা সাতটি ফাঁকা গুলি ছুঁড়ে জেলেদের ছত্রভঙ্গ করে দেয়।
বিজ্ঞাপন
স্থানীয় এই মৎস্য কর্মকর্তা আরও জানান, হামলায় ইটের আঘাতে তিনিসহ অভিযানে অংশ নেওয়া অন্তত ১৬ জন আহত হন। এদের মধ্যে নৌপুলিশের পরিদর্শক বিকাশ চন্দ্র দে গুরুতর আহত হয়েছেন। রাত সোয়া ৮টার দিকে আহতদের সবাইকে হিজলা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিদর্শক বিকাশ চন্দ্র দের মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়েছে বাকিদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে।
হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারেক হাওলাদার বলেন, আমরা আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। এছাড়া আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রতিনিধি/এইউ