শেরপুরের নকলায় নিজ বসতঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দুই সন্তানের বাবা বাবুল মিয়ার (৩৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৮ মার্চ) সকালে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের দুধেরচর গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বাবুল ওই গ্রামেরই মৃত. জসিম উদ্দিনের ছেলে। তিনি দুই সন্তানের বাবা।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বাবুল মিয়া বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এজন্য পারিবারিক কলহ চলছিল। প্রায় ৬ মাস আগে তার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেয়। পরে তার ১৫ বছরের ছেলেকেও বাড়ি থেকে বের করে দেন।
বুধবার সকালে স্থানীয়রাও অনেক ডাকাডাকি করেও ঘরের ভেতর থেকে কোনো সাড়া পায়নি। পরে দরজার ফাঁক দিয়ে দেখে ঘরের আড়ার সঙ্গে ঝুঁলে আছে বাবুল মিয়া। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাবুলের মরদেহের সুরুতহাল প্রস্তুত করে এবং সদর হাসপাতালের মর্গে পাঠান।
বিজ্ঞাপন
নকলা থানার ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, ঘটনাস্থল হতে পুলিশ বাবুলের মরদেহ উদ্ধার করেছে। এ ব্যপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
প্রতিনিধি/এসএস

