সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাগ করে বাবার বাড়ি যাওয়া স্ত্রী না ফেরায় স্বামীর আত্মহত্যা!

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৩, ১১:৫৯ পিএম

শেয়ার করুন:

রাগ করে বাবার বাড়ি যাওয়া স্ত্রী না ফেরায় স্বামীর আত্মহত্যা!

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রাগ করে বাবার বাড়ি যাওয়া স্ত্রীকে আনতে না পারায় অভিমান করে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার (৫ মার্চ) উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের হামিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। দোলন ওই গ্রামের ওয়াজেদ আলী তরফদারের ছেলে।


বিজ্ঞাপন


নিহতের স্বজনরা জানায়, দোলনের সঙ্গে ঝগড়া করে তার স্ত্রীর বাবার বাড়িতে চলে যায়। কিছুদিন পর স্ত্রীকে বাড়িতে আনতে চেষ্টা করে দোলন। কিন্তু স্ত্রী না আসায় হতাশায় ভুগছিলেন তিনি।

গত শুক্রবার (৩ মার্চ) দুপুরে একটি ওরসে যাওয়ার কথা বলে দোলন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরদিন শনিবার বাড়ির অদূরে হামিদপুর এলাকার একটি ভুট্টাক্ষেতের পাশে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে স্বজনরা উদ্ধার করে প্রথমে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসক দোলনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বগুড়ায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

স্ত্রী বাড়ি না ফেরায় অভিমানে বিষপান করে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছেন স্থানীয় অনেকে।

গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, তদন্তকালে ভুট্টাক্ষেতের পাশ থেকে একটি বিষের বোতল পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর