কুড়িগ্রামের উলিপুরে চাঁদনী নামের তিন বছরের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। দুপুরে ভাত খাওয়ার পর খেলার সময় অসুস্থ হয়ে পড়ে চাঁদনী। বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন সুলতানা শিশুটিকে মুত্যু ঘোষণা করেন।
উপজেলার হাতিয়া ইউনিয়নের মালঝার পাড় গ্রামে এ র্ঘটনা ঘটে। চাঁদনী উপজেলার হাতিয়া ইউনিয়নের মালঝাড়া গ্রামের রিকসাচালক বিপ্লব মিয়ার মেয়ে।
বিজ্ঞাপন
ডা. শারমিন সুলতানা বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটি বিষক্রিয়ায় মারা গেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের বিপ্লব মিয়ার প্রথম স্ত্রী লাকী মেয়ে চাঁদনীর দুই বছর বয়সের সময় মারা যান। ৭-৮ মাস আগে বিপ্লব মিয়া আবারও বিয়ে করেন। এরপর থেকে চাঁদনী সৎমার কাছে থাকত। বুধবার সকাল ১০টার দিকে রুবিনা ও নেপালি নামের প্রতিবেশি এক ননদসহ শিশুটিকে ভাত খাওয়ান। ভাত খেয়ে খেলার সময় ধীরে ধীরে চাঁদনী অসুস্থ হয়ে পড়ে। পরে তার অবস্থার অবনতি হলে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
নেপালি বেগম বলেন, চাঁদনীকে আমি নিজে মাছ ভেজে ভাত খেতে দেই। খাওয়া শেষে খেলতে গিয়ে অসুস্থ হয়ে যায়। পড়ে গ্রাম্য চিকিৎসককে দেখালে হাসপাতালে নিয়ে আসতে বলে।
শিশুটির দাদা ইলিমুদ্দিন বলেন, চাঁদনীর মা মারা যাওয়ার পর থেকে সৎ মায়ের কাছেই থাকত। জরুরি কাজে কুড়িগ্রামে যাই, সেখানেই চাঁদনীর অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে এসে দেখি সে মারা গেছে।
বিজ্ঞাপন
তবে কি কারণে মারা গেছে এ বিষয়ে কিছুই জানেন না তিনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সহকারী সার্জেন্ট ডা. শারমিন সুলতানা বলেন, এটা অস্বাভাবিক মৃত্যু। শিশুটির মুখ থেকে ফেনা বের হয়েছিল। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির বলেন, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে তদন্তপূর্বক আইনী ব্যবস্থা নেওয়া হবে।
এইচই