শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

মারামারি ঠেকাতে গিয়ে নিহত, গ্রেফতার ২

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৩, ০৪:২২ পিএম

শেয়ার করুন:

loading/img

ময়মনসিংহের নান্দাইলে সালিশে দুই পক্ষের সংঘর্ষ ঠেকাতে গিয়ে নিহত হওয়ার ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪।

শনিবার (৪ মার্চ) দুপুরে র‍্যাব-১৪ ময়মনসিংহের সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিনিয়র সহকারী পরিচালক, অপস ও মিডিয়া অফিসার মো. আনোয়ার হোসেন।


বিজ্ঞাপন


গ্রেফতার ব্যক্তিরা হলেন- নান্দাইলের আত্মারামপুর গ্রামের মো. আবদুল আওয়ালের দুই ছেলে মো. আলম (২২) ও আব্দুল হামিদ (২৮)।

নিহত আব্দুল রাজ্জাক ও আসামিরা একে অপরের প্রতিবেশী।

মিডিয়া অফিসার মো. আনোয়ার হোসেন বলেন, গত ২৭ মার্চ স্থানীয় মধুপুর বাজারে পারিবারিক কলহের সালিশ শেষে বাড়ি ফেরার পথে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে হাতাহাতি এবং পরে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এসময় দুপক্ষের মারামারি ঠেকাতে এগিয়ে আসলে আব্দুর রাজ্জাক (৩৫) ছুরিকাহত হন। পরে আত্মীয় স্বজনরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মো. আনোয়ার হোসেন আরও জানান, এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. বাবুল মিয়া বাদি হয়ে নান্দাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে নরসিংদীর সদর উপজেলার মনোহরপুর থেকে হামিদ ও আলমকে গ্রেফতার করে র‍্যাব - ১৪।


বিজ্ঞাপন


গ্রেফতার হওয়া আসামিদেরকে নান্দাইল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এ কর্মকর্তা।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর