ঢাকার ধামরাইয়ে একটি নির্জন ভুট্টা খেত থেকে আসলাম হোসেন লিটন (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ মার্চ) দুপুরে ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের রাধানগর গ্রামের একটি ভুট্টা খেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
নিহত লিটন ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের কাওয়ালিপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে এবং পেশায় একজন রংমিস্ত্রি ছিল।
পুলিশ জানায়, আজ সকালে ওই এলাকার স্থানীয়রা ভুট্টা খেতে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় পরে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ গিয়ে তা উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক সেবনের বিরোধিতা নিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে।
ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস ঢাকা মেইলকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি উদ্ধার করে থানায় এনে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/এসএস

