বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

ফটিকছড়িতে দিনমজুরের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৩ মার্চ ২০২২, ০২:৫১ পিএম

শেয়ার করুন:

loading/img

চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজের একদিন পর মোহাম্মদ সুমন (৩০) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খিরাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লম্বা ঢিলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


মৃত সুমনের বাড়ি ফটিকছড়ি উপজেলার জাফতনগর ইউনিয়নে। তবে দীর্ঘদিন ধরে তিনি ধর্মপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে পরিবারসহ বসবাস করেছিলেন। 

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) দেওয়ান শামস উদ্দিন। 

তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহের মাথার বাম পাশে একটি বড় ধরনের আঘাতের চিহ্ন রয়েছে। সে একজন দিনমজুরের ছিল বলে জানতে পেরেছি। গতকাল কাজের জন্য বের হয়ে বাসায় ফিরেনি। সুরতহাল করে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলে কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

News Hub