শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

ভালুকায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ী নিহত

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৩, ০৩:৩১ পিএম

শেয়ার করুন:

loading/img

ময়মনসিংহের ভালুকায় ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কায় দুই ব্যবসায়ী নিহত হয়েছেন।

শুক্রবার (৩ মার্চ) সকাল ৬টার দিকে ঢাকা-ময়মনিংহ মহাসড়কের ভালুকা ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পাশে এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত ব্যক্তিরা হলেন- ময়মনসিংহের ফুলপুর উপজেলার বেরুয়া গ্রামের সোহরাব আলীর ছেলে মাওলানা আব্দুস সাত্তার (২৬) এবং নেত্রকোনার মদন উপজেলার চানগাও রত্নপুর গ্রামের মৃত আলাল উদ্দিন ছেলে মাওলানা সাজ্জাদ হোসেন (২৮)। 

নিহত দুজন ঢাকা থেকে কাঁচা মাল নিয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন।

ভরাডোবা হাইওয়ে পুলিশের ইনচার্জ রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ময়মনসিংহ গামী কাঁচা মাল বোঝাই একটি মিনি ট্রাক ময়মনসিংহগামী আরেকটি ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে মিনি ট্রাকের সামনের অংশ ধুমড়ে মুছড়ে যায়। এসময় গাড়িতে চালকের পাশা থাকা দুই ব্যবসায়ী ঘটনা স্থলেই নিহত হয়।

সাজ্জাদ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্টিনের ব্যবসা করতেন এবং সাত্তার ময়মনসিংহ চড়পারা মোড়ে কাঁচা মালের ব্যবসা করতেন। তারা ঢাকা থেকে কাঁচা মাল নিয়ে ময়মনসিংহে যাচ্ছিলেন বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর