সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফেসবুক পোস্টে কমেন্ট নিয়ে ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০৭ পিএম

শেয়ার করুন:

ফেসবুক পোস্টে কমেন্ট নিয়ে ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষ, আহত ১৫
ছবি : ফাইল

পিরোজপুরের নাজিরপুরের ফেসবুকের স্ট্যাটাসে কমেন্ট করা নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দুই দফা সংঘর্ষে এক ব্যবসায়ীসহ ১৫ নেতাকর্মী আহত হয়েছে। এ ঘটনায় সদর বাজারের ব্যবসায়ী মো. মিজানুর রহমান শেখ শিশির (৫০) গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সদর বাজারে এ ঘটনা ঘটে। সংগঠনের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ মো. আল আমীন ও নাজিরপুর ডিগ্রী কলেজ কমিটির সভাপতি শান্ত ইসলাম শোভন গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।


বিজ্ঞাপন


এর আগে সোমবার রাতে উপজেলার চাঁদকাঠী বাজারে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এ সময় ঘটনাটির মিটমাট করা হয়।   

হামলায় আহতরা হলেন—ছাত্রলীগের নাজিরপুর ডিগ্রী কলেজ কমিটির সভাপতি ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক) শান্ত ইসলাম শোভন (২৫), উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান ফয়জুল্লাহ (২২), মাহীনুর মল্লিক (৩৫), নাজমুল মল্লিক (২৮), শুভ্র মল্লিক (১৯)। 

এছাড়া নিমাই বড়াল (২০), অভিজিৎ বড়াল (২৩), শুভ মন্ডল (২২), নাইম (২২), রনি মল্লিক (২২), মেহেদী হাসান (২০), মিরাজ (১৮)। 


আহত ছাত্রলীগ নেতা শোভন বলেন, সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে ছাত্রলীগের কতিপয় কর্মীদেরকে ছাত্রলীগের উপজেলা কমিটির এক গ্রুপ আটকে রাখে। এ খবর পেয়ে সেখানে গিয়ে বিষয়টি মিটমাট করে দেই। বিষয়টি নিয়ে আজ দুপুরে আওয়ামী লীগের জেষ্ঠ্য নেতাদের মাধ্যমে মীমাংসা করে দেওয়ার কথা হয়। পরে তিনি (শোভন) বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হলে ছাত্রলীগের উপজেলা কমিটির দুই নেতার ঘনিষ্ঠজন হিসাবে পরিচিত উপজেলার দেউলবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক পিয়াল শিকদার ও তার ভাই পিয়াস শিকদারসহ ১০-১৫ জন তাদের ওপর হামলা চালায়। 


বিজ্ঞাপন


পিয়াল শিকদার ও পিয়াস শিকদার উপজেলা দেউলবাড়ি দোবরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হান্নান শিকদারের ছেলে।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমীন শেখ ওই হামলার সঙ্গে জড়িত থাকার সকল অভিযোগ অস্বীকার করে জানান, শোভনের নেতৃত্বে গত সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে চাঁদকাঠী বাজারে ছাত্রলীগের কতিপয় কর্মীদের ওপর হামলা চালিয়ে আহত করাসহ মোটরসাইকেল ভাঙচুর করে। এ ঘটনার জেরে তারা শোভনকে মারধর করেছে।

প্রত্যক্ষদর্শী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান বলেন, মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উভয় গ্রুপকে নিয়ে উপজেলা কৃষক লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম বাবুলের উদ্যোগে বসে আগের দিনের ঘটনা (সোমবার রাত) মিটমাট করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। সেখান থেকে বের হওয়ার পরই দু’গ্রুপ আবার এ সংঘর্ষে লিপ্ত হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপস বলেন, ফেসবুকের একটি স্ট্যাটাসে কমেন্ট করা নিয়ে দু’পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। বিষয়টি সাংগঠনিকভাবে মিটমাট করে দেওয়া হবে।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, এ ঘটনায় কারোর কোনো অভিযোগ পাইনি। পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর