সুনামগঞ্জের জামালগঞ্জে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৩৭টি বসতঘর। বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা স্থানীয়দের।
জানা যায়, সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলের দিকে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হটামারা গ্রামের শামসুক হকের বাড়িতে প্রথমে আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে গেলে আশপাশের ৩৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিসের কোনো সেবা না থাকায় স্থানীয়রা বালতি-বাটি করে যেভাবে পেরেছেন নিজ উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করে যান। এতে অন্তত কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব বলেন, খবর শুনে আমি ঘটনা যাচ্ছি। পুড়ে যাওয়া সবার ঘর নির্মাণ ও পুনর্বাসনে সরকারি সহায়তা করা হবে।
প্রতিনিধি/এসএস