বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

আমগাছে ঝুলছিল কিশোরীর মরদেহ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪৭ এএম

শেয়ার করুন:

loading/img

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রঘুনাথপুর কড়ইতলার পাড় ফালু বেপারী বাড়ি এলাকায় অষ্টম শ্রেণির এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে ফাহিমার বাড়ি থেকে ২০০ গজ দূরে একটি আমগাছ থেকে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ।


বিজ্ঞাপন


ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি জানিয়েছেন।

নিহত কিশোরীর মা হাসিনা বেগম বলেন, শুক্রবার রাত ৯টার পর থেকে আমার মেয়েকে খুঁজে পাই না। অনেক খুঁজেছি। সকালে আমগাছে তার মরদেহ পাইলাম।

হত্যা না আত্মহত্যা এ বিষয়ে প্রশ্ন করলে হাসিনা বেগম বলেন, আছিম এলাকার একটা ছেলের সঙ্গে ফাহিমা মোবাইলে কথা বলতো।

ওসি আবুল কালাম আজাদ জানান, মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ এখনও খুঁজে পাওয়া যায়নি। তবে এটি আত্মহত্যা না হত্যা, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে এলকাবাসীর মধ্যে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub