বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

কিশোরগঞ্জের তাড়াইল বাজারে আগুন, ৩০ দোকান ভস্মীভূত

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৪৪ এএম

শেয়ার করুন:

loading/img

কিশোরগঞ্জের তাড়াইল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৩০টি দোকান ভস্মীভূত হয়েছে। 

শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।


বিজ্ঞাপন


কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মোবারক আলী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

অগ্নিকাণ্ডের বিষয়ে স্থানীয়রা জানান, রাত পৌনে ১০টার দিকে বাজারের এনায়েতের মার্কেটে আগুন লাগে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের লোকজন এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মোবারক আলী সাংবাদিকদের জানান, শনিবার রাত পৌনে ১০টার দিকে খবর পেয়ে কিশোরগঞ্জের একটি, তাড়াইলের দুটি, করিমগঞ্জের একটি ও নান্দাইল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পৌনে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

তিনি আরও জানান, আগুনে বাজারের ৩০টির মতো দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। 


বিজ্ঞাপন


এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর