মাদারীপুরের কালকিনিতে প্রতিপক্ষের হামলায় খোকন সরদার (৪৭) নামে এক মুদি দোকানদারের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ মার্চ) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত খোকন সরদার কালকিনি পৌরসভার ভুরঘাটা এলাকায় বাসিন্দা। তার ভুরঘাটা এলাকায় একটি মুদি মালামালের দোকান রয়েছে।
বিজ্ঞাপন
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল।
নিহতের স্বজনদের বরাতে ওসি জানান, গত সোমবার (১৪ মার্চ) পৌরসভার ভুরঘাটা এলাকার খোকন সরদারের সাথে কথা-কাটাকাটির জেরে তাকে পিটিয়ে আহত করে প্রতিবেশী জোবায়ের। পরে আহত খোকন সরদারকে উদ্ধার করে বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। পরে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান খোকন।
হামলার ঘটনায় নিহত খোকন সরদারের মেয়ে সাহিদা খানম বাদি হয়ে হামলাকারী জোবায়েরকে আসামি করে কালকিনি থানায় একটি মামলা (১৫ মার্চ) দায়ের করলে পরবর্তী সময়ে কালকিনি থানার পুলিশ জোবায়েরকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়।
এএ

