শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

গফরগাঁওয়ে প্রাইভেটকারে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৫

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২২ মার্চ ২০২২, ০৪:৩৯ পিএম

শেয়ার করুন:

loading/img

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোটরসাইকেলে পথ আটকে প্রাইভেটকারে ডাকাতির ঘটনায় ৫ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২ লক্ষ ৪০ হাজার টাকা।

মঙ্গলবার (২২ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম। দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।


বিজ্ঞাপন


আটকৃতরা হলেন— মাহমুদুল হাসান রায়হান (২৮), মিনহাজ আলী (৩৫), উজ্জল মিয়া (২৭), ওয়াহিদ আলী (৩৮) ও প্রাইভেটকার চালক সেলিম জাহান (৪৫)। তারা সকলেই কিশোরগঞ্জ জেলার বাসিন্দা।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রোববার দুপুরে জেলার গফরগাঁও পাগলা থানার আঞ্চলিক সড়কের খুরশিদ মহল ব্রীজ এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা দুটি মোটরসাইকেলে এসে একটি প্রাইভেটকারের গতিরোধ করে খেলনা পিস্তল দিয়ে ভয় দেখিয়ে প্রাইভেটকারটির ভেতরে থাকা কিশোরগঞ্জ সদরের বাবুল মিয়া নামের একজনের ১২ লাখ টাকা নিয়ে যায়। বাবুল টাকা নিয়ে ওই এলাকা থেকে একটি প্রাইভেটকার কিনতে যাচ্ছিলেন। পরদিন রাতে কিশোরগঞ্জ ও কটিয়াদি এলাকায় অভিযান চালিয়ে ৫ আসামীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

ওসি আরও জানান, ডাকাতি করা ১২ লাখ টাকা আসামীরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। আটকের পর মাহমুদুল হাসান রায়হানের কাছ থেকে ১ লাখ ৯০ হাজার টাকা এবং উজ্জল মিয়ার কাছ থেকে ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। এসময় প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

এএ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর