মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৪ এএম

শেয়ার করুন:

তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
ফাইল ছবি

তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


এতে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকামুখী উপবন এক্সপ্রেস ট্রেনটি সিলেট রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে বলে জানা গেছে।

মাইজগাঁও রেল স্টেশন মাস্টার মনির হোসেন ট্রেনের বগি লাইনচ্যুতের বিষয়টি নিশ্চিত করেছেন। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, বগিটি উদ্ধারে রেলওয়ে শ্রমিকদের পাঠানো হয়েছে। তবে কখন নাগাদ উদ্ধারকাজ শেষ হবে সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর