সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বঙ্গবন্ধুকে হত্যার হুকুম দিয়েছিলেন জিয়াউর রহমান: শাজাহান খান 

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪০ পিএম

শেয়ার করুন:

বঙ্গবন্ধুকে হত্যার হুকুম দিয়েছিলেন জিয়াউর রহমান: শাজাহান খান 
ছবি : ঢাকা মেইল

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, কর্নেল ফারুকের ষ্টেটমেন্টে পরিষ্কার জানা যায় ১৯৭৫ সালের ২৮ মার্চ বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা নিয়ে জিয়াউর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। সেই সাক্ষাতের সময় জিয়াউর রহমান হুকুম দিয়েছিলেন বঙ্গবন্ধুকে হত্যা করার জন্য। 

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর রাজৈর উপজেলার শাখার পাড় উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। 


বিজ্ঞাপন


সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পরে জিয়াউর রহমান ক্ষমতা দখল করেন। ক্ষমতায় আসার পরে তিনি মুক্তিযুদ্ধে সেনাবাহিনী ও বিমান বাহিনীতে যারা ছিলেন তাদেরকে হত্যা করা শুরু করেন। হত্যার পরে লাশ গুম করা হয়েছে এবং বহু পরিবারকে ধ্বংস করে দেওয়া হয়েছে।  

তিনি আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। তিনি পদ্মা সেতু করেছেন, মেট্রোরেল করেছেন এছাড়াও কর্ণফুলী নদীর নীচে দিয়ে রাস্তা নির্মাণ করছেন। শুধু তাই নয় আকাশে স্যাটেলাইট এবং সমুদ্রে সেনাবাহিনীর জন্য সাব মেরিন করেছে যা বাংলাদেশে কখনই ছিল না। 

অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক শাহাবুদ্দিন সাহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শাহিন চৌধুরী, এমপির রাজৈর উপজেলার স্থানীয় প্রতিনিধি আফম ফুয়াদ, মাদারীপুর জেলার স্থানীয় প্রতিনিধি আজিজুর রহমান খান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর